আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নির্বাচনে সরকার কারো পক্ষে-বিপক্ষে অবস্থান নেবে না

জেলা প্রতিনিধি, দিনাজপুর

নির্বাচনে সরকার কারো পক্ষে-বিপক্ষে অবস্থান নেবে না

নির্বাচনে সরকার কারো পক্ষে-বিপক্ষে অবস্থান নেবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি বলেন, আসন্ন নির্বাচন কোনো বাঁধাধরা বা দলীয় প্রভাবাধীন নির্বাচন নয়। এই নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। যেখানে সরকারের নিজস্ব কোনো রাজনৈতিক দল নেই।

বিজ্ঞাপন

শুক্রবার (৯ জানুয়ারি) দিনাজপুর গড়ে শহীদ ময়দানে ভোটের গাড়ি পরিদর্শনকালে এসব কথা বলেন উপদেষ্টা ফাওজুল কবির খান।

তিনি বলেন, আগের প্রতিটি নির্বাচন কোনো না কোনো রাজনৈতিক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এবারের নির্বাচন ভিন্ন। আমরা সবার জন্য সরকার।

তিনি আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং প্রকৃত যোগ্য প্রার্থীরাই জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় তিনি ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে সেখানে এক মনোজ্ঞ দেশাত্মবোধক কনসার্ট অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

এ সময় আরও বক্তব্য রাখেন- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ-পরিচালক আব্দুল জলিল, দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিয়াজ উদ্দিন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন