শ্যামনগরে পিস্তলসহ শীর্ষ চোরাকারবারী মামুন কয়াল আটক

উপজেলা প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ২১: ১৮

সাতক্ষীরার শ্যামনগর সীমান্ত থেকে পিস্তল, গুলি ও মাদকসহ আলোচিত অস্ত্র ও মাদক চোরাকারবারী মামুন কয়াল (৩২) কে আটক করেছে কোস্টগার্ড।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ নভেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন কৈখালীর একটি বিশেষ দল ভেটখালী বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মামুন কয়াল পালানোর চেষ্টা করলে সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

পরবর্তীতে আটক মামুনের দেয়া তথ্যে কৈখালীর বয়াসিং খালপাড়ের পাশে পুঁতে রাখা একটি বিদেশি ৯ এমএম পিস্তল, একটি ওয়ান শুটার গান এবং আট রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। পরে বিজিবির সহায়তায় মামুনের বাড়িতে অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে কোস্টগার্ড।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন মো.সিয়াম-উল-হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক মামুন কয়াল দীর্ঘদিন ধরে ভারত থেকে অস্ত্র ও মাদক চোরাচালানসহ মানবপাচারে জড়িত ছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত