নড়াইলে বালুবাহী ত্রিহুইলার ট্রলি উল্টে চাপা পড়ে এর চালক নিহত হয়েছেন। সোমবার দুপুর ২টার দিকে নড়াইল সদর উপজেলার তুলারাম ইউনিয়নের পোড়াডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হানিফ মোল্যা (২২) মাইজপাড়া ইউনিয়নের উড়ানি গ্রামের জলিল মোল্যার ছেলে।
নিহতের স্বজনরা জানায়, হানিফ পোড়াডাঙ্গা গ্রামের বালুর বেড থেকে পার্শ্ববর্তী আলুকদিয়া রাস্তায় বালুর ট্রিপ দিচ্ছিল। এসময় বেপরোয়া গতির ফলে পোড়াডাঙ্গা স্লুইচ গেট মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চালক হানিফ ট্রলির নিচে চাপা পড়ে গুরুত্বর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাইজপাড়া ইউনিয়ন বিটের ইনচার্জ উপ পরিদর্শক মো. মাসুদ রানা জানান, বেপরোয়া গতিতে মোড় নেয়ার সময় ট্রলি উল্টে নিচে চাপা পড়ে চালক হানিফের মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

