ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও সদরের চার ইউনিয়ন) আসনের বিএনপির প্রার্থী রাশেদ খান বলেছেন, আমরা গণঅভ্যুত্থান করে বিজয় লাভ করেছি। আমরা কারোর হুমকিতে ভয় পায় না। ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ জয়লাভ করবে ইনশাল্লাহ। শুক্রবার বিকেলে গাজির বাজার স্কুল মাঠে নির্বাচনি সমাবেশে তিনি একথা বলেন।
রাশেদ খান বলেন, ৫ আগষ্টের পর আওয়ামী লীগের চেয়ারম্যান ও নেতাকর্মীদের কাছ থেকে চাঁদাবাজি করা হয়েছে। জামাল ইউনিয়নে কারা জোড়া খুন করেছে, আপনারা সবাই জানেন। খুনের বিচার করা হবে। আমি বিজয়ী হলে কালীগঞ্জ উপজেলাকে মডেল করে গড়ে তোলা হবে।
তিনি বলেন, আমি নির্বাচিত হলে এ এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগের উন্নয়ন করবেন। এখানে কোন রাস্তা কাঁচা থাকবে না। প্রতিটি নাগরিক সেবা নিশ্চিত করা হবে।
হিন্দু ধর্মের মানুষদের উদ্দেশে বলেন আপনারা নির্বিঘ্নে বসবাস করবেন। আপনারা বিএনপির কাছে শতভাগ নিরাপদ থাকবেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

