দল ব্যবস্থা নিলেও ব্রাহ্মণবাড়িয়া-৫ আসন (নবীনগর) থেকে স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা কাজী নাজমুল হোসেন তাপস। আজ সোমবার দুপুরে কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দেবেন তিনি। রোববার রাতে দৈনিক আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতি করে আসছি, আমাদের নেতা শহিদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি আস্থাশীল আছি এবং থাকব।
তাপস আরো বলেন, নবীনগর উপজেলার প্রতিটি নেতাকর্মীর জীবনের দুঃখ-কষ্টের গল্প আমার জানা। একজন রাজনৈতিক কর্মী হিসাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, যে মানুষগুলো এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য গত ১৭ বছর ধরে জীবনবাজি রেখে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জেল জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, গুম-খুনের স্বীকার হয়েছে তাদের মতামতকে প্রাধান্য দেওয়া হয়নি। তাছাড়া দলের সিদ্ধান্তে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে তৃণমূলের মতামতের প্রতিফলিত হয়নি।
তিনি বলেন, আমি মনোনয়নপত্র সংগ্রহ করার আগে ২১টি ইউনিয়ন ও একটি পৌরসভার নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সাথে কয়েক দফা মতবিনিময় করেছি। তাদের একটাই দাবি— নবীনগরে দলের প্রার্থী নির্ধারণে ত্যাগী নেতাকর্মীদের মতামত না নিয়ে ভুল প্রার্থীকে মনোনয়ন দিয়েছে, সেই ভুলের মাশুল দিতে চাই না।
প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছিলেন কাজী নাজমুল হোসেন তাপস।এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন নবীনগর উপজেলা বিএনপির সভাপতি মো. আবদুল মান্নান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

