খুলনায় দুই বাড়িতে দুর্বৃত্তদের ১৫ রাউন্ড গুলি, আতঙ্কে স্থানীয়রা

খুলনা ব্যুরো
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ১৬: ১২
আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ১৬: ১৩

খুলনা নগরীর দৌলতপুর থানা এলাকায় দুটি বাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা ১৫ রাউন্ড গুলি ছুড়েছে।

মঙ্গলবার ভোররাতে কার্তিককূল ও পশ্চিমপাড়া এলাকায় পরপর এই দুটি গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কর্মচারী মোহাম্মদ মহসিন শেখ লিটুর বাড়ি লক্ষ্য করে ছয় রাউন্ড এবং কথিত মাদক ব্যবসায়ী কানা মেহেদীর বাড়ি লক্ষ্য করে নয় রাউন্ড গুলি ছোড়ে সন্ত্রাসীরা।

সিসি টিভি ফুটেজে দেখা যায়, চারটি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক মুখে হেলমেট পরে ঘটনাস্থলে আসে। তারা প্রথমে কার্তিককূল এলাকায় লিটুর বাড়ির সামনে থেমে একে একে গুলি ছোড়ে। এরপর পশ্চিমপাড়ায় গিয়ে মেহেদীর বাড়িতেও একইভাবে গুলিবর্ষণ করে দ্রুত স্থান ত্যাগ করে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিক ইসলাম বলেন, ‘কুয়েটের কর্মচারী লিটুর বাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুড়েছে। ঘটনাস্থল থেকে ছয় রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। একইভাবে মেহেদীর বাড়িতেও ৯ রাউন্ড গুলি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং কী কারণে এ হামলা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। সিসি টিভির ফুটেজ বিশ্লেষণসহ তদন্ত চলছে।’

স্থানীয়দের মধ্যে গুলিবর্ষণের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে। তবে এখন পর্যন্ত কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত