কমলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ১৬: ৫৫

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি-র আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ুন, কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে কমলগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এসময় কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে জেলা বিএনপির সাবেক সদস্য ও ২নং পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খানকে আহ্বায়ক, আনোয়ার হোসেন বাবুকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মো: আবুল হোসেনকে যুগ্ম আহ্বায়ক করে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষনা করেন। অপরদিকে সোয়েব আহমদকে আহ্বায়ক, সারোয়ার শোকরানা নান্নাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও প্রত্যুষ ধরকে যুগ্ম আহ্বায়ক করে পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা: এজেডএম জাহিদ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ জি,কে গৌছ, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, মিফতা সিদ্দিকী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম, নাসের রহমান, আলহাজ¦ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) প্রমুখ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত