ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

ঢাবি সংবাদদাতা
প্রকাশ : ০৭ জুন ২০২৫, ০৯: ১৭
আপডেট : ০৭ জুন ২০২৫, ১০: ৫২

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় এ জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন কিশোরগঞ্জ শহরের বড় বাজার মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ।

বিজ্ঞাপন

এদিকে শোলাকিয়া ঈদগাহ ময়দানের নিরাপত্তায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শুক্রবার বিকাল থেকে বিজিবি সদস্যরা সেখানে অবস্থান নেন। ৬৪টি সিসি ক্যামেরা, ৭টি ড্রোন ক্যামেরা, ৭টি ভিডিও ক্যামেরা, ৫০টি মেটাল ডিটেক্টর, ৮টি আর্চওয়ে এবং চারটি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়।

রেওয়াজ অনুযায়ী, শোলাকিয়ায় ঈদ জামাত শুরুর পাঁচ মিনিট আগে শটগানে তিনটি, তিন মিনিট আগে দুটি ও এক মিনিট আগে একটি গুলির আওয়াজ করা হয়। এটি নামাজ শুরু করার সঙ্কেত বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এমবি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত