দুই দিনেও উদ্ধার হয়নি মাদ্রাসাছাত্রী

কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ০৯: ৪৬
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ০৯: ৫৩

নিখোঁজ হওয়ার দুই দিন পরও উদ্ধার হয়নি কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের ৮ম শ্রেণির মাদ্রাসা ছাত্রী। নিখোঁজ ছাত্রী শুভপুর ইউনিয়নের বাসিন্দা। এ ব্যাপারে নিখোঁজ ছাত্রীর মা বাদী হয়ে গত সোমবার কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে অভিযোগ দায়ের করেছেন। 

এজাহার সূত্রে জানা যায়- অপহৃত নিখোঁজ মাদ্রাসার ছাত্রী (১৫) গত ৫ ডিসেম্বর সকাল ৯টার দিকে আপন দুই বোনকে স্থানীয় মাদ্রাসায় ভর্তি করানোর জন্য নিয়ে যায়। মাদ্রাসায় ভর্তি করানো পর ভিকটিম তার আপন ছোট দুই বোনকে ভর্তিকৃত মাদ্রাসায় ক্লাস করানোর জন্য রেখে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পরবর্তীতে ভিকটিম মাদ্রাসার কাছাকাছি শুভপুর ইউনিয়নের দেওখাড় গ্রামে বাবার বাড়ির উদ্দেশ্যে মাদ্রাসা থেকে বের হয়ে বাড়িতে আর ফিরে আসেনি।

বিজ্ঞাপন

নিখোঁজ ছাত্রীর পরিবারের সদস্যদের ধারনা, ভিকটিমের পথ গতিরোধ করে অপহরণকারীরা এবং ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে অপহরণকারীরা অজ্ঞাতস্থানে চলে যায়। অপহরণের এক দিন পর ৬ ডিসেম্বর ভিকটিমের সাথে থাকা ফোন নম্বর থেকে অপহৃত অজ্ঞাতনামা ব্যক্তিরা ভিকটিমের মায়ের নম্বরে কল করে দশ লক্ষ টাকা মুক্তিপন দাবি করে।

অপহরণের ঘটনায় ভিকটিমের মা আমার দেশকে মুঠোফোনে বলেন- অপহরণকারীরা ভিকটিমের সঙ্গে থাকা ফোন নম্বর থেকে ভিকটিমের মাকে কল করে বলে দশ লক্ষ টাকা নিয়ে না আসলে ভিকটিমকে হত্যা করে ঘুম করে ফেলবে। মুক্তিপন চাওয়ার সাথে সাথে অপহৃত ব্যক্তিরা ভিকটিমের ফোন নম্বরটি বন্ধ করে দেয়।

এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম আক্তারুজ্জামান বলেন- ভিকটিমের মায়ের অভিযোগের ভিত্তিতে উদ্ধারের চেষ্টা চলছে। আশা করছি আমরা ভিকটিমকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করতে পারবো।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত