রেলস্টেশনে সন্তান প্রসব, ৯৯৯-এ ফোনে উদ্ধার করে হাসপাতালে ভর্তি

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ১৯: ৪৬

যশোরের রূপদিয়া রেলস্টেশনে সন্তান প্রসব করেছেন মানসিকভাবে অসুস্থ এক নারী। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ব্যবস্থা নিয়ে মা ও নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে যশোর কোতোয়ালি থানাধীন রূপদিয়া রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্টেশন মাস্টার বাবুল আক্তার ৯৯৯ নম্বরে ফোন করে জানান, স্টেশনের প্ল্যাটফর্মে একজন নারী সন্তান প্রসব করেছেন। সে সময় সেখানে মুষলধারে বৃষ্টি হচ্ছিল এবং মা-সন্তান উভয়ের জীবন সংকটাপন্ন অবস্থায় ছিল। তিনি দ্রুত একটি অ্যাম্বুলেন্স পাঠানোর অনুরোধ জানান।

কলটি রিসিভ করেন ৯৯৯-এর কনস্টেবল মো. দ্বীন ইসলাম। তিনি তাৎক্ষণিক যশোর কোতোয়ালি থানা পুলিশ ও ফায়ার সার্ভিস স্টেশনে বিষয়টি অবহিত করেন।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি দল ও ফায়ার সার্ভিসের একটি অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

পরে প্রসূতি ও নবজাতক পুত্র সন্তানকে উদ্ধার করে যশোর জেলা হাসপাতালের লেবার ওয়ার্ড-২-এ ভর্তি করানো হয়। জানা গেছে, প্রসূতির বয়স আনুমানিক ২৫ বছর এবং তিনি মানসিকভাবে অসুস্থ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত