দেশের বহুল প্রচারিত দৈনিক আমার দেশে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের পরীক্ষা বর্জনের সংবাদ প্রচারের পর গত সাত দিনেও মাদ্রাসায় যায়নি ভোলার দৌলতখানের সেই অধ্যক্ষ।
বুধবার উপজেলার চরখলিফা ইউনিয়নের জয়নুল আবেদীন আলিম মাদ্রাসায় গিয়ে প্রতিষ্ঠানের অভিযুক্ত ওই অধ্যক্ষ মাওলানা আবদুর রহিম জসিমকে পাওয়া যায়নি।
প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মো. মহসিন, এবিএম মনির উদ্দিন, বিবি ফাতেমা বেগম, মোসলেহ উদ্দিন, সাজেদা বেগম মাওলানা হাবিবউল্লাহ জানান, গত বুধবার সহকারি শিক্ষক মো. ইয়াছিনের উপর হামলা করায় অধ্যক্ষের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার নিয়তি রাণী কৈরী এর কাছে এবং থানায় অভিযোগ করার পর থেকে অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম জসিম আর প্রতিষ্ঠানে আসেননি। হামলার ঘটনার পরদিন অধ্যক্ষের বিরুদ্ধে বিচার দাবি করে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষা বর্জন করে।
এ ব্যাপারে অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম জসিমকে মোবাইলে ফোন করলে জানান, তিনি দূরে এক জায়গায় কাজে ব্যস্ত আছেন। আপনি ২০ তারিখ থেকে গত ৭ দিন প্রতিষ্ঠানে আসছেন না জানতে চাইলে তিনি উত্তরে বলেন, বিকেলে দৌলতখানে মদিনা হোটেলে দেখা হবে বলে ফোন কেটে দেন।
প্রতিষ্ঠানের সভাপতি ও দৌলতখান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম মনিরুল আলম জানান, শিক্ষকের উপর হামলার বিষয়টি আমাকে জানানো হয়েছে। প্রতিষ্ঠানের অধ্যক্ষের অনুপস্থিতির বিষয়টি জানিনা।
উপজেলা একাডেমিক সুপারভাইজার রিনা আক্তার জানান, শিক্ষকের উপর হামলা ও অভিযোগের বিষয়টি জানি তবে প্রতিষ্ঠানে অধ্যক্ষের অনুপস্থিতির বিষয়টি জানা নেই।
উপজেলা নির্বাহী অফিসার নিয়তি রাণী কৈরী জানান, অভিযুক্ত অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি তদন্তের জন্য থানায় পাঠানো হয়েছে। এই ঘটনার পর থেকে সে মাদ্রাসায় যায় না আমি জানিনা।
দৌলতখান থানার সাব-ইন্সপেক্টর মো. মাইনুল ইসলাম জানান, অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষকের উপর হামলার বিষয়টি তদন্তনাধীন আছে।

