আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২

ছয় আগ্নেয়াস্ত্র ও বিপুল গোলা উদ্ধার, ‘কুখ্যাত সন্ত্রাসী’ আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

ছয় আগ্নেয়াস্ত্র ও বিপুল গোলা উদ্ধার, ‘কুখ্যাত সন্ত্রাসী’ আটক

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর অংশ হিসেবে কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথ অভিযান চালিয়ে এক সন্ত্রাসীকে আটক করেছে। এ সময় তার কাছ থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ তাজা গোলা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

শুক্রবার বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে মহেশখালীর হোয়ানক ইউনিয়নের কেরুনতলীসংলগ্ন পাহাড়ে সন্ত্রাসী মিন্টু বাহিনীর গোপন আস্তানায় অভিযান চালায় যৌথবাহিনী।

এ সময় আস্তানা থেকে চারটি দেশি পিস্তল, দুটি দেশি একনলা বন্দুক, ১০ রাউন্ড তাজা গোলা, আটটি তাজা কার্তুজ, তিনটি ফাঁকা কার্তুজ ও সাতটি দেশীয় অস্ত্রসহ মিন্টু বাহিনীর অন্যতম সদস্য আহসান উল্লাহকে (৪৫) আটক করা হয়।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরো জানান, গ্রেপ্তার সন্ত্রাসী জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, সে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত। বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সে জনমনে আতঙ্ক সৃষ্টি করত। গ্রেপ্তার সন্ত্রাসীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন