জুলাই আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে শহীদ পটুয়াখালীর দুমকি উপজেলার জসিম উদ্দিনের কবরের পাশেই মেয়ে লামিয়ার মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।
লামিয়ার দাদার বসতঘরের সামনেই শহীদ জসীম উদ্দিন কে দাফন করা হয়েছিলো, দাদার অনুরোধে জসীমের পাশে লামিয়াকে দাফনের জন্য কবর খোড়ার কাজ সম্পন্ন হয়েছে।
লামিয়ার বাড়িতে উপস্থিতি হয়েছেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন, দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো: ইজাজুল হক, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, পটুয়াখালী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর চেয়ারম্যান আল নাহিয়ান।
মাগরিব নামাজ বাদ পাংগাশিয়া বালিকা বিদ্যালয়ে মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এমনটিই জানিয়েছেন পরিবারের সদস্যরা।

