আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ধুনটে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা ও ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, ধুনট (বগুড়া)

ধুনটে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা ও ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

বগুড়ার ধুনট উপজেলায় ককটেল হামলার অভিযোগে করা পৃথক দু’টি মামলায় যুবলীগ নেতা ও ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অন্য আসামিদেরও আটকের চেষ্টা চলছে।

মঙ্গলবার এ বিষয়টি জানিয়েছেন ধুনট থানার ওসি। গ্রেপ্তাররা হলেন - উপজেলার রঘুনাথপুর গ্রামের সিহাব উদ্দিন প্রামানিকের ছেলে ভান্ডারবাড়ি ইউনিয়ন যুবলীগের সদস্য হিরা বাবু (২৭) ও রামনগর গ্রামের মিলন মিয়ার ছেলে ছাত্রলীগ কর্মী বিপুল হোসেন (২২)।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত সোমবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, আওয়ামী লীগের নেতাকর্মীরা গত ৩০ নভেম্বর রাত প্রায় ২টায় ভুবনগাঁতী উত্তরপাড়ায় মশাল মিছিল থেকে ছাত্রদল নেতাকর্মীদের ওপর ককটেল হামলা চালায়।

এ ঘটনায় ১০ ডিসেম্বর গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহম্মেদ বাদি হয়ে ৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬০-৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে বিপুলকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে ১৭ ফ্রেব্রুয়ারী সন্ধ্যায় শহরে আওয়ামী লীগের মশাল মিছিল থেকে যুবদল নেতার ওপর ককটেল হামলা চালানো হয়।

এ ঘটনায় ধুনট পৌরসভার ২নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রিপন সেখ বাদি হয়ে ৯৬ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে হিরাকে গ্রেপ্তার করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ সব মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...