সূর্যের দেখা মেলেনি সারাদিন

ফুলবাড়ীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, তীব্র ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন

ইউনুছ আলী আনন্দ, ফুলবাড়ী (কুড়িগ্রাম)
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ১৭: ০৪
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ১৮: ৫০

কুড়িগ্রামের ভারত সীমান্ত ঘেঁষা উপজেলা ফুলবাড়ীতে পৌষের তীব্র ঠান্ডা বিরাজ করছে। বুধবার ভোর সকাল থেকে এখানে গুঁড়িগুঁড়ি বৃষ্টি বয়ে যাওয়ায় ঠান্ডার তীব্রতা বেড়ে যায়। এতে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন।

বিজ্ঞাপন

তীব্র ঠান্ডায় শিশু বয়োবৃদ্ধরা কাহিল হয়েছে। এদের মাঝে দেখা দিয়েছে ঠান্ডা জনিত জ্বর,সর্দী ও কাশির প্রাদুর্ভাব। গবাদী পশু গরু ছাগল নিয়ে বিপাকে পড়েছে কৃষক। দিনমজুর শ্রেণির মানুষরা ঠান্ডার তীব্রতার কারণে মাঠে কাজে যেতে পাচ্ছেনা।

সীমান্ত ঘেঁষা ফুলবাড়ী উপজেলাটি হওয়ায় হিমালয়ের ঠান্ডার পরশ ও হিম বাতাসে এখানে ঠান্ডার তীব্রতা বাড়ায়্। এখানে বিকেল হলেই ঘনকুয়াশার সাথে ঠান্ডার তীব্রতা বাড়ে। এখানকার গ্রামাঞ্চলের মানুষরা ঠান্ডা তীব্রতা থেকে রক্ষা পেতে খড়কুটো জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা করছেন।

এ ব্যাপারে রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মককর্তা সুবল চন্দ্র সরকার আমার দেশকে জানান, কুড়িগ্রামে ও তার আশপাশ এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি বয়ে যাচ্ছে। অবস্থা আগামী ৪৮ ঘন্টা অব্যাহত থাকতে পারে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত