আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ

সারা দেশ ডেস্ক

ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সারা দেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আমার দেশে প্রতিনিধিদের পাঠানো সংবাদে থাকছে আরো বিস্তারিত।

বিজ্ঞাপন

বান্দরবান প্রতিনিধি জানান, শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার এবং জননিরাপত্তার অবনতির অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার চরম ব্যর্থতাকে দায়ী করে পদত্যাগের দাবি জানিয়েছেন বান্দরবানের সর্বস্ত্ররের ছত্রজনতা। শুক্রবার বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শেষে প্রেসক্লাব চত্বরে তারা এ দাবি জানান।

হাদি হত্যার সাথে জড়িত খুনিকে যারা উচ্চআদালত থেকে জামিন নিয়েছে তাদের শাস্তির দাবির পাশাপাশি বান্দরবানের আওয়ামী লীগ নেতাদেরও গ্রেপ্তারের দাবি জানান তারা।

এ সময় বক্তব্য রাখেন, বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দিন ইমামী, জজ কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা মুজিবুল হক, ছাত্রনেতা আসিফ ইকবাল প্রমুখ।

লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদ এবং খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে লক্ষ্মীপুরে কফিন মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুমার নামাজ শেষে লক্ষ্মীপুর চকবাজার জামে মসজিদ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে মিছিলটি শুরু হয়ে শহরের উত্তর স্টেশন এসে শেষ হয়।

মিছিল চলাকালে বিক্ষুব্ধ জনতা উসমান হাদীকে হত্যার প্রতিবাদ এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা শরিফ ওসমান হাদী হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা ভারতীয় আগ্রাসনের প্রতিবাদও করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আরমান হোসেন, সদস্য সচিব শায়েদুর রহমান রাফি, মূখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্মীপুর জেলা সভাপতি ক্যাপ্টেন ইব্রাহীম, পৌর জামায়াতের নায়েবে আমীর জহিরুল ইসলাম, শহর শিবির সভাপতি ফরিদ উদ্দিন, ইসলামি ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মো. ইউনুস খান প্রমুখ।

দিনাজপুর প্রতিনিধি জানান, শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দিনাজপুরে মসজিদে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া হাদিকে হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে বিভিন্ন সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার বাদ জুমা দিনাজপুর জেনারেল হাসপাতাল মসজিদ, দিনাজপুর মেডিকেল কলেজ মসজিদ, দিনাজপুর সরকারি কলেজ মসজিদসহ শহরের বিভিন্ন মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জাতীয় নাগরিক কমিটি-এমসিপি জেলা শাখার আয়োজনে বাদ জুমআ দিনাজপুর জেনারেল হাসপাতাল জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল শেষে দিনাজপুর জেনারেল হাসপাতালের সামনে এনসিপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ইনকিলাব মঞ্চ ও জুলাই বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ।

শুক্রবার জুমার নামাজের পর শহরের ঐতিহাসিক শহীদি মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

ঝিনাইদহ প্রতিনিধি জানান, ওসমান হা‌দির মৃত্যু‌কে কেন্দ্র ক‌রে শুক্রবার বাদ জুমা ঝিনাইদ‌হে গা‌য়েবানা জানাযা আদায় ক‌রে‌ছেন ছাত্রজনতা।

শুক্রবার শহ‌রের পায়রা চত্ব‌রে জুমার না‌মা‌জের পর প্রায় শতা‌ধিক ছাত্রজনতা জ‌ড়ো হ‌য়ে ফ্যা‌সিবাদ বি‌রোধী শ্লোগান দেন।

এসময় একে একে ছাত্রজনতা পায়রাচত্ব‌রে জ‌ড়ো হ‌তে থা‌কেন। এরপর ওসমান হা‌দির গা‌য়েবানা নামা‌জে জানাযা অনু‌ষ্ঠিত হয়। প্রায় পাঁচ শতা‌ধিক ছাত্রজনতার উপ‌স্থি‌তি‌তে গা‌য়েবানা জানাযার নামাজ পড়ান ঝিনাইদহ কেন্দ্রীয় জা‌মে মস‌জি‌দের পেশ ইমাম মাওলানা সাইদুর রহমান।

উপজেলা প্রতিনিধি (কাপ্তাই) রাঙামাটি জানান, রাঙামাটির কাপ্তাইয়ে শহীদ ওসমান হাদির খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

শুক্রবার বাদ জুমা কাপ্তাই বিএফআইডিসি শিল্প এলাকা বটতল হতে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর সাধারণ শিক্ষার্থীরা কাপ্তাই নতুন বাজার ও কার্গো মসজিদ পযন্ত একটি বিক্ষোভ মিছিল করে।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর ধামইরহাটে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় ফ্যাসিবাদ বিরোধী ঐক্যজোট ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। বিক্ষোভ শেষে উপজেলা পরিষদের সামনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, জেলা ছাত্রদল সহ-সভাপতি রুহেল হোসেন সুমন, উপজেলা ছাত্রশিবির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ওয়াসিফ আরাফাত অভি, আল ইত্তেহাদ ফাউন্ডেশনের সভাপতি আব্দুল্লাহ বিন বেলাল, পৌর ছাত্রদল আহবায়ক সাঈদ বিন জাবেদ, ছাত্র নেতা আলমগীর হোসেন আরাফ, ইসলামি ছাত্র আন্দোলনের সভাপতি কাওছার হোসেন, এনসিপি উপজেলা সাংগঠনিক সম্পাদক নুর আলম, জেলা ছাত্র অধিকার সাংগঠনিক সম্পাদক শাকিল হোসেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা নুর আলম জিহাদ প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন