টাঙ্গাইল-১ (মধুপুর ও ধনবাড়ী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। এ আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণার পর দলে অন্তর্কোন্দল দেখা দিয়েছে। প্রতিদিনই পাল্টাপাল্টি সমাবেশ ও বিক্ষোভ মিছিল আয়োজন করছে দলটির নেতাকর্মীরা। অপরদিকে নির্বাচনি কৌশল হিসেবে জোটবদ্ধ প্রচারে নেমেছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। এ আসনে তারা একক প্রার্থীও দিয়েছে।
নির্বাচনকে ঘিরে বিএনপি অধিকাংশ আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। এর ফলে অনেক আসনে পাল্টাপাল্টি সমাবেশ ও বিক্ষোভ মিছিল হচ্ছে। একই চিত্র দেখা গেছে মধুপুর-ধনবাড়ী এলাকায়। এখানে বিএনপির প্রার্থীর নাম ফকির মাহবুব আনাম স্বপন। তিনি দলটির নির্বাহী কমিটির সদস্য।
স্বপনকে প্রার্থী ঘোষণা করায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্মসচিব অ্যাডভোকেট মোহাম্মদ আলী মনোনয়ন বঞ্চিত হন। এছাড়া আসনটিতে বিএনপির ছয়জন মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তাদের কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে চান বলে তাদের সমর্থকরা জানিয়েছেন। এসব কারণে তৃণমূলে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে।
মনোনয়নবঞ্চিতরা এখনো আন্দোলন করায় সাধারণ ভোটাররা রয়েছেন বিভ্রান্তির মধ্যে। দিন যত যাচ্ছে তাদের মধ্যেকার অন্তঃকোন্দলের বিষয়টি আরো স্পষ্ট হচ্ছে।
এছাড়া সাবেক সেনা কর্মকর্তা ল্যাফটেন্যান্ট কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে মাঠে নেমেছেন। যদিও তিনি একজন প্রভাবশালী বিএনপি নেতা, এরপর তিনি দলীয় সিদ্ধান্তে অসন্তুষ্ট।
বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা বলেছেন, মনোনয়ন দেওয়া প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপন আমাদের মধুপুর-ধনবাড়ী এলাকার লোক না হওয়ায় অনেক ভোটারই তার থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। কিন্তু তারপরও আমাদের আশা থাকবে বিএনপির প্রার্থী নির্বাচনে জয়লাভ করুক। আমরা দলকে জেতাতে আপ্রাণ চেষ্টা করব।
অপরদিকে নির্বাচনি কৌশল হিসেবে জোটবদ্ধ প্রচারণায় নেমেছে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। এ আসনে তারা একক প্রার্থী হিসেবে জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য সাবেক অধ্যক্ষ মো. মোন্তাজ আলীকে মনোনয়ন দিয়েছেন।
এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাকের পার্টি ও খেলাফত মজলিসেরও রয়েছে একজন করে প্রার্থী।
জামায়াত ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা জানান, সুষ্ঠু ভোট হলে তারা নির্বাচিত হবেন। ভোটারদের দ্বারে দ্বারে তারা যাচ্ছেন। ভোটারদের কাছে ব্যাপক সাড়া পাচ্ছেন বলেও দাবি করেছেন এ দু’দলের তৃণমূলের নেতাকর্মীরা।


দখল-দূষণে অস্তিত্ব সংকটে কালীগঞ্জের তিন নদী
দুঃস্বপ্নের যাত্রায় সমুদ্রেই হারিয়ে যাচ্ছে এক প্রজন্ম