আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কাউনিয়ায় মন্দিরে প্রার্থনা

উপজেলা প্রতিনিধি, কাউনিয়া (রংপুর)

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কাউনিয়ায় মন্দিরে প্রার্থনা

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় কাউনিয়া উপজেলার মধ্য নিজপাড়া সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির (ভাসমান)-এ প্রার্থনা ও গীতা পাঠ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাতটায় আয়োজিত এ অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দ অংশ নেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি মোহন রায় ফুলবাবু ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বর্মনসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

প্রার্থনা ও গীতা পাঠ শেষে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয় এবং তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

অন্যদিকে কাউনিয়া উপজেলা বিএনপির উদ্যোগে বাদ মাগরিব উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল এর আয়োজন করে। দোয়া মাহফিলে উপজেলা বিএনপি ও তার সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন