আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাতকানিয়ায় বিশেষ অভিযানে বন্দুকসহ আটক ১

জেলা প্রতিনিধি, দক্ষিণ চট্টগ্রাম

সাতকানিয়ায় বিশেষ অভিযানে বন্দুকসহ আটক ১
ছবি: আমার দেশ।

চট্টগ্রামের সাতকানিয়ায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, ২০টি কার্তুজ ও দুটি দাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ মনজুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

সাতকানিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৮ ডিসেম্বর) থানার বিশেষ অভিযানের অংশ হিসেবে উপজেলার ৯ নম্বর পশ্চিম ঢেমশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইছামতি আলীনগর দৌলতপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোহাম্মদ সেলিম (৪১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত মোহাম্মদ সেলিম দৌলতপাড়া (ইছামতি আলীনগর) এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত ইছহাক এবং মাতার নাম মৃত ফাতেমা বেগম।

অভিযানকালে তার হেফাজত থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, ২০টি কার্তুজ এবং দুটি দা উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধারকৃত অস্ত্র ও ধারালো অস্ত্রগুলো কোনো অপরাধমূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল।

সাতকানিয়া থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

পুলিশ আরো জানায়, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...