ফেনীতে ভূমি বিরোধের জের ধরে প্রতিপক্ষ ও সন্ত্রাসী হামলায় ৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) জেলার সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের বগাদানা গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার, এলাকাবাসী ও পুলিশ জানায়, কাজীর হাট সংলগ্ন বগাদানা গ্রামের খান বাড়ির আবদুল খালেকের সঙ্গে প্রতিবেশী কাজী বাড়ির কাজী জিহাদ বাবুলের জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। এ নিয়ে আবদুল খালেকের দায়ের করা একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। ১৬ ডিসেম্বর সরকারি ছুটির দিনে কাজী জিহাদ বাবুল পূর্বপরিকল্পিতভাবে একদল ভাড়াটে সন্ত্রাসী নিয়ে আবদুল খালেকের মালিকীয় দখলীয় পুকুরে সেচ মেশিন বসিয়ে মাছ লুট শুরু করে এবং বেশ কয়েকটি গাছ কেটে ফেলে। এ সময় আবদুল খালেকের পরিবারের সদস্যরা বাধা দিলে কাজী জিহাদ বাবুল, নাছির উদ্দিনের ছেলে লিখন, বগু মিয়ার ছেলে টিপু এবং মোশাররফ হোসেনের ছেলে সাহিম সহ ১০-১৫জন ভাড়াটে সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে আবদুল খালেক, তার কন্যা খালেদা আক্তার, সাহেদা আক্তার ও পুত্রবধূ নিশু আক্তারকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে।
আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় আবদুল খালেকের স্ত্রী ফিরোজা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
সোনাগাজী মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হামলার সঙ্গে জড়িতরা আত্মগোপণে রয়েছেন। তাদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

