আমরা চলে যাওয়ার জন্য তৈরি হয়ে আছি বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন। তিনি বলেন, কয়েকদিন পর আমরা বিদায় হয়ে যাব। ক্ষমতা ধরে রাখার মানসিকতাই এদেশকে পিছিয়ে নিয়ে গেছে। একবার চেয়ারে বসতে পারলে কেউ চেয়ার ছাড়তে চায় না।
বুধবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদ মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক আরবি ভাষা দিবস উপলক্ষে এ আলোচনা সভাটির আয়োজন করে চবির আরবি বিভাগ।
ড. খালিদ হোসেন বলেন, আমি আমার জিনিসপত্র চট্টগ্রামে পাঠিয়ে দিচ্ছি। যেহেতু ১২ ফেব্রুয়ারি নির্বাচন হবে। নতুন সরকার শপথ নিলে আমরা বিদায় হয়ে যাব। আমাদের মধ্যে কোনো দুঃখ বোধ নেই। যতদিন আল্লাহ তায়ালা সুযোগ দিয়েছেন, কাজ করেছি। এখনো কাজ করে যাচ্ছি।
১৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক আরবি ভাষা দিবস উপলক্ষে দুইদিনব্যাপী কর্মসূচি দিয়েছে চবির আরবি বিভাগ। আজ প্রথম দিনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের সামনে থেকে বিভাগটির আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

