আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা বের হয়। এ সময় উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, জেলা জামায়াতের আমীর মাওলানা মুখলিছুর রহমানসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ, কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বেলুন উড্ডয়ন ও সাদা পায়রা উড়িয়ে শোভাযাত্রার শুরু হয়। এরপর প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে উদযাপন করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ বলেন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনার মাধ্যমে হবিগঞ্জ তথা হাওরাঞ্চলের কৃষির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে’।

উল্লেখ্য, ২০২০ সালের ১৭ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়। বর্তমানে অস্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টির ৩ টি অনুষদে শিক্ষা কার্যক্রম পরিচালনা হচ্ছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ বেশ কিছু গবেষণা প্রকল্প পরিচালনা করছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন