মানিকগঞ্জে সরকারি দেবেন্দ্র কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোহাম্মদ আবুল হোসেনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে দেবেন্দ্র কলেজের মূল ভবনের সামনে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবু সাঈদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির দেবেন্দ্র কলেজ শাখার সভাপতি মোশারফ হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ জাকির নায়েকসহ আরও অনেকে।
এ সময় বক্তারা বলেন, একজন শিক্ষকের ওপর হামলা শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, এটি শিক্ষাব্যবস্থা ও শিক্ষাঙ্গনের নিরাপত্তার ওপর সরাসরি হুমকি। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
মানববন্ধন থেকে কলেজ ক্যাম্পাসে শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

