শোকবার্তায় আরিফুল হক

শিক্ষাবিদ মাহমুদা বেগমের অবদান জাতি চিরকাল স্মরণ রাখবে

সিলেট ব্যুরো
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০১: ৩১

একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও জনপ্রিয় দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমানের মা বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপিকা মাহমুদা বেগমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

রোববার এক শোকবার্তায় আরিফুল হক চৌধুরী বলেন, অধ্যাপিকা মাহমুদা বেগম ছিলেন দেশের শিক্ষা অঙ্গনের এক আলোকবর্তিকা। ছয় দশকেরও বেশি সময় তিনি শিক্ষকতা পেশায় যুক্ত থেকে হাজারও শিক্ষার্থীকে জ্ঞানের আলোয় আলোকিত করেছেন। তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষাবিদ ও নীতির প্রশ্নে অটল মহীয়সী নারী। এদেশের মানুষ অধ্যাপিকা মাহমুদা বেগমের মতো আলোকিত মানুষের অবদান চিরদিন স্মরণে রাখবে।

তিনি বলেন, বর্তমান সময়ের সাহসী সম্পাদক মাহমুদ ভাইয়ের মমতাময়ী মায়ের ইন্তেকালে আমি ব্যক্তিগতভাবে গভীর শোকাহত। আমি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকামে স্থান দান করেন।

সিলেট জেলা ও মহানগর বিএনপির শোক

আমার দেশ সম্পাদকের মায়ের ইন্তেকালে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ। জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী পৃথক শোকবার্তা দিয়েছেন। শোক বার্তায় তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিষয়:

সিলেট
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত