আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অদুদ চৌধুরীর অবদান রাউজানের মানুষ মনে রাখবে: গিয়াস কাদের

উপজেলা প্রতিনিধি, রাউজান (চট্টগ্রাম)

অদুদ চৌধুরীর অবদান রাউজানের মানুষ মনে রাখবে: গিয়াস কাদের

চট্টগ্রামের রাউজানের সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, চট্টলার মহান দানবীর, অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও গহিরা–অদুদিয়া সড়কের নির্মাতা সৈয়দ আবদুল অদুদ চৌধুরীর অবদান রাউজানের মানুষ আজীবন মনে রাখবে।আবদুল অদুদ চৌধুরী আল কাদেরীর মানবিকতা, শিক্ষা বিস্তারে অবদান ও সমাজ উন্নয়নে তার ঐতিহাসিক ভূমিকা আজও আমাদের জন্য অনুকরণীয়। তিনি রাউজানের জন্যে যা করে গেছেন ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। এমন মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। আমাদের উচিত তার জন্যে দোয়া করা।

বিজ্ঞাপন

শনিবার দুপুরে আবদুল অদুদ চৌধুরী আল কাদেরীর ৫৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলার অদুদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে গত ২৬ ও ২৭ ডিসেম্বর (শুক্র ও শনিবার) এ উপলক্ষে মিলাদ মাহফিল, স্মরণসভা ও বাৎসরিক মেজবান আয়োজন করা হয়।

স্মরণসভায় সভাপতিত্ব করেন মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক নুরুচ্ছাফা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, বিএনপি নেতা নুরুল হুদা।

দিদারুল আলমের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সমাজসেবক সেলিম উদ্দিন, এস এম জাহেদুল আলম, দিদারুল আলম ওয়াহেদীসহ উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। এতে ২০ হাজার মানুষের মেজবানেন আয়োজন করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...