যুবলীগ-এনসিপি নেতাদের পদ দেয়া, স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির অভিযোগ

উপজেলা প্রতিনিধি, কোটালীপাড়া (গোপালগঞ্জ)

গোপালগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সদ্য ঘোষিত ৭৯ সদস্যের কমিটি থেকে সভাপতি মো. আল আমীন সরদারসহ ৫৯ জন নেতা পদত্যাগ করেছেন।
সোমবার (২৭ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন জেলা সভাপতি মো. আল আমীন সরদার।
এর আগে ২৪ অক্টোবর গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খান স্বাক্ষরিত এক চিঠিতে আল আমীন সরদারকে সভাপতি করে ৭৯ সদস্যবিশিষ্ট গোপালগঞ্জ জেলা কমিটি ঘোষণা করা হয়।
তবে কমিটি ঘোষণার দু’দিন পর, গত রোববার (২৬ অক্টোবর) আল আমীন সরদারসহ ৫৯ জন সদস্য বিভাগীয় উপকমিটির স্বেচ্ছাচারিতা ও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে কেন্দ্রীয় কমিটির ইমেইলে পদত্যাগপত্র পাঠান।
প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন কমিটি গঠনের পর থেকেই দলীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। কমিটি গঠনের ক্ষেত্রে দলের মূলনীতি, যোগ্যতা ও মাঠপর্যায়ের ত্যাগ-তিতিক্ষা উপেক্ষা করা হয়েছে। এর পরিবর্তে ব্যক্তিকেন্দ্রিকতা, পক্ষপাত ও স্বজনপ্রীতির মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে—যা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ‘যে কমিটিতে আস্থা ও ন্যায়বিচার নেই, সেখানে থেকে কোনো দায়িত্ব পালন করা সম্ভব নয়। তাই দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমরা সম্মিলিতভাবে পদত্যাগ করছি। তবে আমরা গণঅধিকার পরিষদের মূল আদর্শ, নীতি ও গণমানুষের রাজনীতিতে অবিচল।’
সদ্য পদত্যাগকারী সভাপতি মো. আল আমীন সরদার বলেন, ‘ঘোষিত কমিটিতে সাবেক যুবলীগ ও এনসিপি নেতাদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। এতে আমাদের সংগঠনের নিবেদিত নেতাকর্মীরা বঞ্চিত হয়েছেন। বিভাগীয় উপকমিটির স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির কারণেই আমরা পদত্যাগ করেছি।’

গোপালগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সদ্য ঘোষিত ৭৯ সদস্যের কমিটি থেকে সভাপতি মো. আল আমীন সরদারসহ ৫৯ জন নেতা পদত্যাগ করেছেন।
সোমবার (২৭ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন জেলা সভাপতি মো. আল আমীন সরদার।
এর আগে ২৪ অক্টোবর গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খান স্বাক্ষরিত এক চিঠিতে আল আমীন সরদারকে সভাপতি করে ৭৯ সদস্যবিশিষ্ট গোপালগঞ্জ জেলা কমিটি ঘোষণা করা হয়।
তবে কমিটি ঘোষণার দু’দিন পর, গত রোববার (২৬ অক্টোবর) আল আমীন সরদারসহ ৫৯ জন সদস্য বিভাগীয় উপকমিটির স্বেচ্ছাচারিতা ও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে কেন্দ্রীয় কমিটির ইমেইলে পদত্যাগপত্র পাঠান।
প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন কমিটি গঠনের পর থেকেই দলীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। কমিটি গঠনের ক্ষেত্রে দলের মূলনীতি, যোগ্যতা ও মাঠপর্যায়ের ত্যাগ-তিতিক্ষা উপেক্ষা করা হয়েছে। এর পরিবর্তে ব্যক্তিকেন্দ্রিকতা, পক্ষপাত ও স্বজনপ্রীতির মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে—যা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ‘যে কমিটিতে আস্থা ও ন্যায়বিচার নেই, সেখানে থেকে কোনো দায়িত্ব পালন করা সম্ভব নয়। তাই দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমরা সম্মিলিতভাবে পদত্যাগ করছি। তবে আমরা গণঅধিকার পরিষদের মূল আদর্শ, নীতি ও গণমানুষের রাজনীতিতে অবিচল।’
সদ্য পদত্যাগকারী সভাপতি মো. আল আমীন সরদার বলেন, ‘ঘোষিত কমিটিতে সাবেক যুবলীগ ও এনসিপি নেতাদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। এতে আমাদের সংগঠনের নিবেদিত নেতাকর্মীরা বঞ্চিত হয়েছেন। বিভাগীয় উপকমিটির স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির কারণেই আমরা পদত্যাগ করেছি।’

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে মানব পাচারকারী চক্রের নিকট জিম্মি থাকা ২২ জন অপহৃতকে উদ্ধার করেছে র্যাব। গতকাল রাতে (২৬ অক্টোবর) সদর ইউনিয়নের হাতিয়ারঘোনা এলাকার করাচিপাড়ার গহীন পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়।
১০ মিনিট আগে
ফরিদপুর ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আবদুল্লাবাদ গ্রামের কলেজ ছাত্র শুভ দাস বিষধর সাপের কামড়ে আক্রান্ত হয়ে মারা গেছেন। রোববার সন্ধ্যায় স্কুলের পাশে রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে সাপ কামড়ে দেয়। স্থানীয়রা উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন, কিন্তু অ্যান্টিভ্যানম না থাকায় তাকে রাতেই
৩৫ মিনিট আগে
নড়াইলে চোর সন্দেহে দুই কিশোরকে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে বাঐসোনা ইউনিয়নের চেয়ারম্যান চুন্নু শেখ ও তার সহযোগীদের বিরুদ্ধে। নির্যাতনের শিকার দুই কিশোরকে প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
৪০ মিনিট আগে
জামালপুরে কাভার্ডভ্যান ও ইজিবাইক সংঘর্ষে ৪ শিক্ষার্থী নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব।
১ ঘণ্টা আগে