আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সোনাতলায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, বগুড়া

সোনাতলায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়ার সোনাতলা উপজেলায় নিজ বাড়ি থেকে মা ও মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে উপজেলার জোরগাছা ইউনিয়নের শিচারপাড়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর কোনো এক সময় মা ও মেয়ে নিজ ঘরের ভেতরে আত্মহত্যা করেন। দীর্ঘ সময় তাদের কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সন্দেহ হলে বিষয়টি জানাজানি হয়। পরে ঘরের ভেতরে ঢুকে মা-মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা।

বিজ্ঞাপন

ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত সোনাতলা থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মা ও মেয়ের লাশ উদ্ধার করে এবং প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

সোনাতলা থানা পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশী ও স্বজনদের মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা। তবে পুলিশ বলছে, তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এদিকে জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান পুলিশ সুপার আতোয়ার হোসেন বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন