আড়াইহাজারে ডাকাতি, কয়েক লাখ টাকার মালামাল লুট

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ১০: ০১

আড়াইহাজারে আবারো ডাকাতি সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার ফতেহপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়।

বিজ্ঞাপন

গৃহকর্তা রুবেল জানান, তিনি বাবুর্চির কাজ করেন। রান্নার কাজে রামচন্দ্রদীতে চলে যান। এই সুযোগে রাত ৩টায় বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে তার মা, স্ত্রী ও দুই শিশু সন্তানকে জিম্মি করে নগদ ১৫ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালংকার, দুই ভরি রুপা, দুটি মোবাইল ফোনসহ কয়েক লাখ টাকার মালামাল লুটে নেয়। রাত ৪টার দিকে ডাকাতি শেষে চলে যায় তারা।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফ উদ্দিন জানান, ঘটনা শুনছি। খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত