আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হেড ফোন লাগিয়ে কথা বলতে গিয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি, নীলফামারী
হেড ফোন লাগিয়ে কথা বলতে গিয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

কানে হেড ফোন লাগিয়ে মোবাইলে কথা বলতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল হৃদয় রায় (২৫) নামের এক যুবকের। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নীলফামারী-সৈয়দপুর রেলপথের পৌর এলাকার আর্দশপাড়া চেতাশার ঘুন্টি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক দিনাজপুর জেলার খানসামা উপজেলার রামকলা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই যুবক কানে হেড ফোন লাগিয়ে রেললাইনের উপর দিয়ে হেঁটে কথা বলছিল। এ সময় চিলাহাটী থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘খুলনা মেইল’ ট্রেনের ইঞ্জিনে ধাক্কা লেগে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী যুবকের মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন