ভুয়া প্রকল্পে অর্থ আত্মসাতের সংবাদ দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশের পর আত্মগোপনে থাকা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর দেবিদ্বার উপজেলার সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) সবুজ চন্দ্র সরকারকে জনস্বার্থে প্রেষণে এলজিইডির সদরদপ্তর ঢাকায় বদলি করা হয়েছে।
বুধবার স্থানীয় সরকার অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) কাজী গোলাম মোস্তফা স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়।
এতে বলা হয়েছে, দেবিদ্বার উপজেলা এলসিডি সহকারী প্রকৌশলী ( ভারপ্রাপ্ত) সবুজ চন্দ্র সরকারকে (প্রেষণে) চট্টগ্রাম বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্প, এলজিইডি সদর দপ্তর ঢাকা বদলি করা হলো।
উল্লেখ্য, দেবিদ্বার উপজেলা এলজিইডির সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) ইসকন সদস্য সবুজ চন্দ্র সরকারের বিভিন্ন অনিয়ম ও ঘুষ দুর্নীতিসহ ভুয়া প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগে দৈনিক আমার দেশসহ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশের পর থেকে অফিসে অনুপস্থিত হয়ে আত্মগোপনে থেকে ফাইল ও হাজিরাতে স্বাক্ষর করেন। গোপনে ফাইল ও হাজিরায় স্বাক্ষরের সংবাদ দৈনিক আমার দেশসহ বেশকিছু স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়।

