গত দুইদিন ধরে নাটকীয়তা চলছে চট্টগ্রামের এলজিইডি অফিসে। বুধবার এক অফিসে অফিস করেছেন দুই জন নির্বাহী প্রকৌশলী। যা নিয়ে শুরু হয়েছে তোলপাড়। তবে বৃহস্পতিবার কেউ অফিসে আসেননি। কিন্তু বিষয়টি নিয়ে আলোচনার খোরাক যুগিয়েছে সরকারি দফতরগুলোতে। শুরু হয়েছে নানান গুঞ্জন।
সূত্র জানায়, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সদ্য বিদায়ী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগ করার আগের দিন ৯ ডিসেম্বর রাতে এলজিইডি কুমিল্লা অফিসের নির্বাহী প্রকৌশলী আবদুল মতিনকে চট্টগ্রামে বদলি করেন। একই সঙ্গে চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী হাসান আলীকে ঢাকার নির্বাহী প্রকৌশলী হিসেবে বদলি করেন।
৯ ডিসেম্বর রাতে জারি হওয়া প্রজ্ঞাপনটি স্ব-স্ব দপ্তরে আসে ১০ ডিসেম্বর দুপুরে। ১৪ ডিসেম্বর বিকেলে বদলি হওয়া কর্মকর্তাদের নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশনা দেওয়া হয় প্রজ্ঞাপনে।
কিন্তু অফিসিয়ালি আদেশটি আসার আগেই ১০ ডিসেম্বর সকাল ৮ টায় চট্টগ্রাম এলজিইডি অফিসে এসে হাজির হন নতুন নির্বাহী প্রকৌশলী আবদুল মতিন। নির্ধারিত সময় সকাল ৯ টায় চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী হাসান আলী অফিসে এসে মতিনকে দেখতে পান। তার মুখেই নতুন এই বদলির কথা জানতে পারেন তিনি। দুপুরে প্রজ্ঞাপনটি অফিসিয়ালি আসে চট্টগ্রামে। দিনভর এক অফিস কক্ষেই দুই নির্বাহী প্রকৌশলী অবস্থান করেন। বিষয়টি নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন অফিসের সব কর্মকর্তা-কর্মচারী।
নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিন কুমিল্লায় থাকতে সদ্য বিদায়ী স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অগোচরে তার পিতাকে ঠিকাদারী লাইসেন্স প্রদান করে সমালোচনার কেন্দ্রে উঠে আসেন। সবশেষ উপদেষ্টা আসিফ মাহমুদ তাকে জোর করে কুমিল্লার দায়িত্ব দিয়েছেন বলে প্রকাশ্যে বক্তব্য দিয়ে সমালোচিত হন। উপদেষ্টার নাম ভাঙিয়ে মন্ত্রণালয়ে পর্যন্ত প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে মতিনের বিরুদ্ধে। উপদেষ্টা পদত্যাগের আগেমুহূর্তে তাকে প্রভাবিত করেই দেশের দ্বিতীয় বৃহত্তম অফিসে বদলির আদেশ বাগিয়ে নিয়েছেন।
নতুন উপদেষ্টা দায়িত্ব নিলে বদলির আদেশ বদলে যেতে পারে এমন আশঙ্কায় তড়িঘড়ি করে অফিস আদেশ আসার আগেই চট্টগ্রামে যোগদান করার পায়তারা করছেন বলে জানিয়েছেন এলজিইডি অফিসের কর্মকর্তারা।
বিষয়টি নিয়ে বক্তব্য জানতে আব্দুল মতিনকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে চট্টগ্রাম থেকে বদলি হওয়া হাসান আলী জানান, ১৪ ডিসেম্বর যোগদান করার কথা থাকলেও আব্দুল মতিন ১০ তারিখেই যোগদান করতে এসেছেন। অফিসিয়াল কোনো বাধ্যবাধকতা না থাকায় তিনি একটু আগেভাগেই যোগদান করেছেন। তবে অফিসিয়াল হ্যান্ডওভার-টেকওভার ১৪ ডিসেম্বরই হবে বলে জানান তিনি।

