আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কক্সবাজার-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন সালাহউদ্দিন আহমদ

উপজেলা প্রতিনিধি, (চকরিয়া) কক্সবাজার

কক্সবাজার-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন সালাহউদ্দিন আহমদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) সংসদীয় আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য সালাহউদ্দিন আহমদ।

বিজ্ঞাপন

রোববার (২৮ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শাহীন দেলোয়ারের কাছে তিনি এই মনোনয়ন ফরম দাখিল করেন।

এ সময় কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না, সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মোবারক আলী, পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরীসহ জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা তার সাথে উপস্থিত ছিলেন।

দীর্ঘ প্রায় ১৪ বছর পর নির্বাচনী লড়াইয়ে ফিরে আসা এই বর্ষীয়ান বিএনপি নেতার মনোনয়ন ফরম জমা দেওয়াকে কেন্দ্র করে চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ তার মনোনয়নপত্র জমা দেওয়ার খবর পেয়ে রোববার বিকাল ৩টা থেকে কয়েক হাজার বিএনপি নেতাকর্মী চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস চত্বরে জড়ো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন