আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই: সাঈদ আল নোমান

উপজেলা প্রতিনিধি, রাউজান (চট্টগ্রাম)

জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই: সাঈদ আল নোমান

নির্বাচনে জয়ী হলে দলমত নির্বিশেষে সকল জনগণকে সাথে নিয়ে কাজ করবেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম ১০ আসন থেকে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পাওয়া সাঈদ আল নোমান।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় পৈতৃক নিবাস রাউজানের গহিরা গ্রামে বাবা সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের কবর জিয়ারত করেন। পরে তিনি সাংবাদিকদের এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান একটি প্ল্যান নিয়ে দেশে এসেছেন। আমাদের সবার দায়িত্ব সেই প্ল্যান অনুযায়ী কাজ করা। আমরা তাকে সহযোগিতা করবো। তারেক রহমানের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে। এখন পিছিয়ে যাবার আর সুযোগ নেই।

Amardesh_Rangpur

সাঈদ আল নোমান বলেন, আমরা মিলেমিশে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে কাজ করবো। যেখানে কোনো বৈষম্য থাকবে না। সবাই এককাতারে শামিল হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবো। বিশ্ব দরবারে সুন্দর বাংলাদেশ উপহার দিবো- এটা আমাদের নৈতিক দায়িত্ব।

তিনি আরও বলেন, চট্টগ্রাম ১০ আসনে কোনো অন্যায় অবিচার থাকতে পারবে না। আমরা সকলের মতামত পরামর্শকে গুরুত্ব দিবো। মুরুব্বিদের দূরে ঠেলে দিবো না, তারা আমাদের শক্তি এবং সাহস। মুরুব্বিদের সবসময় পাশে রাখতে হবে।

সাঈদ আল নোমান বলেন, রাউজান আমার এবং বাবার জন্মভূমি। আমারও ইচ্ছা আছে রাউজান নিয়ে কাজ করার। রাউজানের মানুষের জন্যে কিছু করতে পারলে ভালো লাগবে। রাউজানের মানুষের কল্যাণে আমার বাবা সব সময় আন্তরিক ছিলেন।

এর আগে সন্ধ্যায় তিনি ঢাকা থেকে বিমানে চট্টগ্রামে পৌঁছান। এ সময় বিপুলসংখ্যক নেতাকর্মী তাকে স্বাগত জানায়। রোববার সকালে জাতীয়তাবাদী পাটকল দলের সভাপতি সাইদ আল নোমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন