অবৈধ বালু পরিবহনের দায়ে শতাধিক বারকি নৌকা ধ্বংস

উপজেলা প্রতিনিধি, (কোম্পানীগঞ্জ) সিলেট
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১৯: ৫৮

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদী থেকে অবৈধ বালু পরিবহনের দায়ে শতাধিক বারকি নৌকা ধ্বংস করা হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত টাস্কফোর্সের অভিযান পরিচালনা করে। কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারের নেতৃত্বে অভিযানে পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় প্রতিদিন বারকি নৌকা দিয়ে ধলাই সেতু, রোপওয়ে বাঙ্কার ও নদীর পাড় ধ্বংস করে বালু উত্তোলন করে কিছু দুষ্কৃতকারীরা। এসব নৌকা দিয়ে তারা বালু পরিবহন করে নদীর পাড়ের ব্যবসায়ীদের কাছে বিক্রি করে। অবৈধ বালু উত্তোলন বন্ধে নদী ও নদীর পাড়ে নিয়মিত অভিযানের অংশ হিসেবে টাস্কফোর্স এই অভিযান পরিচালনা করেছে। অভিযানে বালু ভর্তি প্রায় ৩০/৩৫টি নৌকা মাঝ নদীতে ধ্বংস করে ডুবিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া আরো প্রায় ৯১টি নৌকা আটক করে ভোলাগঞ্জ দশ-নম্বর ঘাটে রাখা হয়েছে। সন্ধ্যায় সেই নৌকাগুলো ধ্বংস করা হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার জানান, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত