সাভারে বিএনপি নেতা আবু সাঈদ হত্যা, যুবলীগ কর্মী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার (ঢাকা উত্তর)
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১৮: ৩৩

সাভারে পূর্ব শত্রুতার জের ধরে বিএনপি নেতা আবু সাঈদকে কুপিয়ে হত্যা ও ২০ জনকে আহত করার ঘটনায় যুবলীগ কর্মী আনোয়ার হোসেনকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ।

তার বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগে একাধিক মামলা রয়েছে। সে আবু সাঈদ হত্যা মামলার প্রধান আসামি কিলার জাকিরের ঘনিষ্ঠ সহযোগী।

বিজ্ঞাপন

অপরদিকে এ ঘটনায় আহত বনগা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন বাবুলের অবস্থা সংকটাপন্ন। তাকে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ছাড়া একই হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপি ও যুবদলের ৮ নেতাকর্মীকে।

তারা হলেন, জাভেদ, আরাফাত, মোস্তফা, বাবুল, আলিফ, সলিম উল্লাহ, আবু বকর ও আমান উল্লাহ। এ ছাড়া আহত ১২ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ বিষয়ে ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই শহীদুজ্জামান জানান, মামলার প্রধান আসামি জাকিরসহ অন্যান্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, বুধবার রাতে আওয়ামী লীগ সমর্থক জাকিরের নেতৃত্বে সন্ত্রাসীরা কুপিয়ে বিএনপি নেতা আবু সাঈদকে হত্যা করে এবং আরও কুপিয়ে ২০জনকে আহত করে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত