আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বরগুনা-২ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

জেলা প্রতিনিধি, বরগুনা

বরগুনা-২ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

বরগুনা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি’র বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ শামীম আহসান ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীর সমন্বয়কারী মুহাম্মাদ রেজাউল করীম আকন। বরগুনার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক-এর নিকট তার এ অভিযোগ করেন।

অভিযোগে উল্লেখ করেন, গত ২৯ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ধানের শীষের মনোনীত প্রার্থী সহকারী রিটার্নিং কর্মকর্তার অফিসে মনোনয়নপত্র জমা দিতে এসে নির্বাচনি আচরণ বিধি বহির্ভূত অনেক লোকজন নিয়ে এসে অপ্রীতিকর অবস্থার সৃষ্টি করেন। এক পর্যায়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার রুমে ঢুকে অসৌজন্যমূলক আচরণ করেন। যা নির্বাচনি আচরণ বিধির ৯(ঘ) ধারার অপরাধ বলে অভিযোগে উল্লেখ করা হয়। এছাড়া অভিযোগে কয়েকজন সাংবাদিককে হেনস্তা করার বিষয়ও উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

ভিডিও ফুটেজে দেখা যায়, বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি মনোনয়নপত্র জমা দিতে গেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা তাকে বসিয়ে রেখে বাথরুমে বসে আছেন মর্মে অভিযোগ তোলে। এতে তিনি ও তার কর্মী সমর্থকরা ক্ষিপ্ত হয়ে ওই সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রত্যাহার চান। তার দলীয় নেতাকর্মীদের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে নানা ধরনের স্লোগান দিতে থাকে।

অভিযোগে বেশ কয়েকজন সাংবাদিককে হেনস্তা করার বিষয় উল্লেখ করা হয়। পাথরঘাটা উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জিয়া উদ্দিন বলেন, ঘটনার সময় আমিসহ অনেক সাংবাদিকরা উপস্থিত ছিলাম। ঘটনার সময় আমাকে শারীরিকভাবে হেনস্তা করা হয়েছে। কয়েকজন সাংবাদিকদের মোবাইল কেড়ে নিতেও আগাইয়া আসে। আমি আমার ঘটনার বিষয় পাথরঘাটা থানায় একটি অভিযোগ করেছি।

অভিযোগের বিষয় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থীর সমন্বয়কারী মুহাম্মাদ রেজাউল করীম আকন বলেন, রিটার্নিং অফিসারের নিকট আচরণ বিধি লঙ্ঘনের বিষয় অভিযোগ করেছি। তিনি যথাযথ ব্যবস্থা নিবেন বলে আশ্বস্ত করেছেন।

ঘটনার বিষয় বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনির নিকট জানতে চাইলে তিনি উল্টো অন্য প্রার্থীরা ১৮ ডিসেম্বর পাথরঘাটায় মাইক বাজিয়েছেন বলে অভিযোগ তোলেন। তিনি আরো বলেন, পাঁচজনের অধিক লোক নিয়ে আমি প্রবেশ করিনি। বরং এখানকার সহকারী রিটার্নিং কর্মকর্তা রাষ্ট্রয়ভাবে নির্বাচন বাঞ্চাল করার কোনো ষড়যন্ত্রে লিপ্ত আছে কিনা সেটি আমার সন্দেহ। আমার মনোনয়ন জমা না নিয়ে সময়ক্ষেপন করা কোন প্রার্থীর প্রতি তিনি দুর্বল কিনা সেই বিষয়ে তিনি অভিযোগ করবেন বলেও জানান।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহানের নিকট জানতে চাইলে তিনি বলেন, ঘটনার বিষয় আপনারা ভিডিওতে দেখেছেন। আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।

অভিযোগের বিষয় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তাছলিমা আক্তার বলেন, দুটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন