টাঙ্গাইলে ব্যসসায়ী লাবুর ওপর হামলার বিচার দাবিতে মানববন্ধন

মহব্বত হোসেন, টাঙ্গাইল
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১১: ১৩

দৈনিক আমার দেশ পত্রিকার পাঠকমেলার টাঙ্গাইল শাখার সভাপতি, কালচারাল রিফরমেশন ফোরাম টাঙ্গাইলের সভাপতি ও জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবুর ওপর সন্ত্রাসী হামলা এবং তাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সংস্কৃতিকর্মীরা।

গতকাল বুধবার সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা বলেন, আবুল কালাম মোস্তফা লাবুর ওপর বর্বরোচিত হামলা একটি পরিকল্পিত ঘটনা। ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পতন হলে লাবু কালচারাল রিফরমেশন ফোরাম ও হাসিনার ১৭ বছরের দুঃশাসন নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি তৈরির কাজ শুরু করেন, যা ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান। টাঙ্গাইলে এখনো বিভিন্ন পদে আওয়ামী দোসররা ঘাপটি মেরে আছে। সংগত কারণে লাবুর ওপর এমন ন্যক্কারজনক হামলা ও তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন কালচারাল রিফরমেশন ফোরামের সাধারণ সম্পাদক অনিক রহমান বুলবুল, সহসভাপতি ফরহাদ আলী, সাংগঠনিক সম্পাদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত রিয়াজুল রিজু, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন, সংস্কৃতিকর্মী সুলতানা বিলকিস লতা, বাংলাদেশ ছাত্র ফেডারেশন টাঙ্গাইল শাখার সভাপতি ফাতেমা রহমান বিথি প্রমুখ। তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষকের পদ পুনর্বহালের দাবিতে রাবিতে মানববন্ধন

প্রণোদনার ভাগ না পেয়ে কৃষি কর্মকর্তাকে মারধর, বহিষ্কার সেই ছাত্রদল নেতা

সালিশ বৈঠকে উপস্থিত থাকার জেরে ছুরিকাঘাতে নিহত ১

‘নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে’

এনএসডিএ-এর কার্যনির্বাহী কমিটির ১৪তম সভা অনুষ্ঠিত

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত