আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কৃষক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

কৃষক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত চাঞ্চল্যকর কৃষক দুলাল মল্লিক হত্যা মামলার প্রধান আসামি মো. মহারাজ খান (৪৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে পটুয়াখালী সদর থানার ছোট বিঘাই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মহারাজ খান উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের মুকুমা গ্রামের মৃত মোতাহার খানের ছেলে।

বিজ্ঞাপন

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানান, কৃষক দুলাল মল্লিক হত্যা মামলার প্রধান আসামি মহারাজ খানকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে পটুয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৩ জানুয়ারি হাঁস-মুরগির মাধ্যমে কৃষি জমির ধান খাওয়াকে কেন্দ্র করে দুলাল মল্লিকের সঙ্গে তার প্রতিবেশী মহারাজ খানের কথাকাটাকাটি ও তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে মহারাজ খান কাঁচি দিয়ে দুলাল মল্লিককে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ১৫ জানুয়ারি দুলাল মল্লিক মারা যান।

এ ঘটনায় ১৬ জানুয়ারি নিহতের ছেলে মো. শাওন মল্লিক বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে মির্জাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় মহারাজ খানকে প্রধান আসামি করা হয়। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

নিহত দুলাল মল্লিক (৫৮) কাকড়াবুনিয়া ইউনিয়নের মুকুমা গ্রামের মৃত আরশেদ মল্লিকের ছেলে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন