বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, বিগত ১৬ বছর বাবা-মায়ের কবর পর্যন্ত জিয়ারত করতে পারিনি। আমার প্রতিষ্ঠিত দুলা মিয়া কটন মিলটাও বন্ধ করে দিয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুম্মা দাগনভূঞা পৌরসভার আলাইয়াপুরে মাতা-পিতার কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।
বিনা ভোটের ফ্যাসিস্ট হাসিনা সরকার অনেক গায়েবি মামলা দিয়ে আমাকে হেনস্তা করেছে। ফ্যাসিস্টরা আমার স্থাপিত ইকবাল মেমোরিয়াল কলেজের সামনে আমার গাড়ি ভাঙচুর করেছে। কোনো প্রোগ্রাম করতে দেয়নি। আমার বাড়িতে আগুন দিয়ে গাড়ি পুড়িয়েছে।
এরপর বিকেলে শীষ প্রতীক নিয়ে নির্বাচনী গণসংযোগ করেন। এসব পথসভায় মিন্টুর সঙ্গে দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অ্যাডভোকেট শাহেনা আক্তার শানুসহ জেলা, উপজেলা ও স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

