বরিশালের ৬ সংসদীয় আসনের মনোনয়ন পেলেন যারা

বরিশাল অফিস
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১৯: ৩৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের ৬টি সংসদীয় আসনের মধ্যে ৫টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় দলের মহাসচিব মীর্জা ফকরুল ইসলাম আলমগীর বিএনপির মনোনীত ২৩৭ টি আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন।

বরিশাল-১ (আগৈলঝাড়া-গৌরনদী) সংসদীয় আসনে সাবেক সংসদ সদস্য জহির উদ্দীন স্বপন, বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া ) সংসদীয় আসনে বিশিষ্ট শিল্পপতি এস.সরফুদ্দিন আহম্মেদ সান্টু, বরিশাল-৪ (হিজলা মেহেন্দিগঞ্জ) সংসদীয় আসনে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান। বরিশাল সদর-৫ আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। বরিশাল ৬ (বাকেরগঞ্জ ) আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান।

বিজ্ঞাপন

তবে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে এখনো কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি। এ আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে দলের একটি নির্ভরযোগ্য সূত্র জানায় এ আসনটি জোটের প্রার্থীর জন্য ছেড়ে দেওয়া হতে পারে। যে কারণেই এ আসনটিতে প্রার্থী ঘোষণা করা হয়নি।

এদিকে বিএনপির মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করা হলেও জেলার কোথাও কোনো আনন্দ মিছিল কিংবা মিস্টি বিতরণ করা হয়নি। এ বিষয়ে কেন্দ্র থেকে বিধিনিষেধ থাকায় কর্মীরা আনন্দ উল্লাস থেকে বিরত ছিলেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত