মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

উপজেলা প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ২২: ১১

গাজীপুর-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমান সম্পর্কে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার কালিয়াকৈর ট্রাকস্ট্যান্ড সংলগ্ন পল্লী বিদ্যুৎ অফিসের পাশে মেয়র মজিবুর রহমানের অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে মেয়র মজিবুর রহমান বলেন, আমার সম্পর্কে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মনগড়া, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত। আমার সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ণ করার জন্য একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে এই মিথ্যা সংবাদটি প্রচার করেছে।

তিনি আরও বলেন, আমি গাজীপুর-১ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী হিসেবে জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকব। যারা অপপ্রচার চালাচ্ছে, তাদের উদ্দেশ্য জনগণ খুব ভালোভাবেই জানে।

এ সময় তিনি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার না করার আহ্বান জানান এবং প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের অনুরোধ করেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

পাকিস্তানে আন্তর্জাতিক সম্মেলনে কী-নোট স্পিকার আবুল কালাম আজাদ

পল্টনের জনসভা সফল করতে গোলাম পরওয়ারের আহ্বান

জিয়াউর রহমানের সাহসী নেতৃত্বেই দেশ ভারতীয় আধিপত্য থেকে রক্ষা পায়

অধিনায়ক শান্তর ‘নতুন’ শুরু, কোচ আশরাফুলের অভিষেক এবং মুশফিক নটআউট ৯৯

জাহানারা ইস্যুতে বিসিবি সংশ্লিষ্টদের বাদ দিয়ে স্বাধীন তদন্ত কমিটি চান তামিম

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত