কুমিল্লার দেবিদ্বারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২০০ নেতাকর্মী বিএনপিতে যোগদানের পরদিন তীব্র সমালোচনার মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের এক জেলা নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২২ ডিসেম্বর) রাতে উপজেলার বড়শালঘর ইউনিয়নের সৈয়দপুর বাজার থেকে তাকে গ্রেফতার করে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. শাহিন মিয়া। তিনি উপজেলার বড়শালঘর গ্রামের মৃত মো. শহীদ মিয়ার ছেলে এবং কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি।
স্থানীয় সূত্র জানায়, কুমিল্লার দেবিদ্বারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২০০ নেতাকর্মী গত রোববার কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ধানের শীষের প্রার্থী ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুরুল হাসান মুন্সির বাড়িতে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। ওই দিন তাঁদের সঙ্গে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আলম হাজারী ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. শাহিন মিয়াও বিএনপিতে যোগ দেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি শামসুল আলম শাহ বলেন, দেবিদ্বারের বড়শালঘর এলাকা থেকে শাহিন মিয়া নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

