আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মির্জাগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, (মির্জাগঞ্জ) পটুয়াখালী

মির্জাগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার
ছবি: আমার দেশ।

পটুয়াখালীর মির্জাগঞ্জে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার মাধবখালী ইউনিয়নের বাজিতা ৪র্থ খন্ড গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবলীগ নেতার নাম মো.লোকমান হাকিম (৪০)। তিনি মাধবখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, অপারেশন ডেবিল হান্ট ফেইজ-২ অভিযানে মাধবখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো.লোকমান হাকিমকে বাজিতা ৪র্থ খন্ড গ্রামে নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়েছে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানান,যুবলীগ নেতা লোকমান হাকিমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন। এ অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন