আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মহেশপুর সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা

আরিফুল আবেদীন টিটো, ঝিনাইদহ
মহেশপুর সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা
ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির উপর হামলাকারীদের দেশত্যাগ রোধে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিজিবি।

সরকারি নির্দেশনার পর সন্ত্রাসী ফয়সাল করিম মাসুদসহ অন্য সন্ত্রাসীদের ধরতে গত রোববার সীমান্তে অতিরিক্ত আরো ১৩টির মতো বিজিবি চৌকি স্থাপন করা হয়েছে। সেই সাথে সীমান্তে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

বিজ্ঞাপন

সূত্র জানিয়েছে, হাদির উপর হামলাকারী মাসুদসহ সন্ত্রাসীদের দেশত্যাগ রোধে মহেশপুর উপজেলার ৭২ কিলোমিটার সীমান্তের মধ্যে উন্মুক্ত ৮ কিলোমিটার সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত আরো ১৩টি চেকপোস্ট, দ্বিগুণ পেট্রোলিংসহ টহল জোরদার করেছে ৫৮ বিজিবি।

সূত্রটি আরো জানায়, মহেশপুর উপজেলার ওপারে ১২ কিলোমিটার এলাকা কাঁটাতারের বেড়া বিহীন রয়েছে। ফলে এই অংশ দিয়ে অবৈধ পারাপার বেশি হয়। এই সীমান্ত এলাকার অপর পাশে ভারতের নদীয়া ও উত্তর চব্বিশ পরগনার হাঁসখালী ও বাগদা থানা অবস্থিত।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানিয়েছেন, শুক্রবার বিজয়নগরে হাদির উপর হামলার পর থেকে সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা ও অপতৎপরতা রোধে ৫৮ বিজিবি কড়া নজরদারি বাড়িয়েছে। সীমান্তে সর্বোচ্চ সতর্কাবস্থা চলমান রয়েছে। সীমান্ত এলাকায় যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশির মাধ্যমে অপরাধীদের শনাক্ত করার কার্যক্রম শুক্রবার থেকেই বিজিবি চালিয়ে যাচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন