শীতার্তদের পাশে আড়াইহাজারের ইউএনও

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ১৬: ৪৬

আড়াইহাজারে শীতে কাতর হয়ে পড়েছে উপজেলার অসহায় ও হতদরিদ্র মানুষ । শীতার্ত ও মানুষের কষ্টের কথা চিন্তা করে তাদের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো: সাজ্জাত হোসেন।

বিজ্ঞাপন

শনিবার রাতে উপজেলার বিশনন্দী ফেরিঘাট, গোপালদী, জালাকান্দী, গাজিপুরা, কামরানিরচর, পুরিন্দা, পাল্লা, সাতগ্রাম,বান্টিসহ বিভিন্ন এলাকা ঘুরে ছিন্নমূল ও অসহায়,অসুস্থ মানুষদের খুঁজে খুঁজে তাদের শরীরে কম্বল জড়িয়ে দেন।

ইউএনও সাজ্জাত হোসেন বলেন, শীতে ছিন্নমূল ও দরিদ্র মানুষদের অনেক কষ্ট হয়। অনেকের শীতবস্ত্র ক্রয় করার সামর্থ্য নেই। এছাড়া ফুটপাতে খোলা আকাশের নিচে অনেক অসহায় মানুষ রাত্রি যাপন করে। তাদের শীত নিবারণের কোন ভালো বস্ত্র থাকে না। মূলত তাদের উদ্দ্যেশ্যেই আজকের এই কর্মসূচী।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত