বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১৯: ২৭

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চট্টগ্রামের বিক্রয় ও বিতরণ বিভাগে দপ্তরে কার্যাদেশ প্রদানে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিজ্ঞাপন

রোববার দুদক জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর একটি এনফোর্সমেন্ট টিম এই দু’দপ্তরে গিয়ে অভিযান পরিচালনা করে। সরকারি ক্রয় আইন অমান্য করে তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান-পিএসডিসি ইউইসিসি এ সি যৌথ উদ্যোগ, পিএসডিসি ইউইসিসি যৌথ উদ্যোগ এবং মেসার্স সোহেল ইনকর্পোরেশনকে কার্যাদেশ প্রদানের অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালিত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদক এক এর উপ-সহকারী পরিচালক হামিদ রেজা।

দুদক সূত্র জানায়, অভিযানে বিক্রয় ও বিতরণ বিভাগের আগ্রাবাদ ও হালিশহর দপ্তরে সংরক্ষিত দরপত্র-সংক্রান্ত নথিপত্র পর্যালোচনা করা হয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য নেয়া হয়। টিম দরপত্রে অংশ নেয়া প্রতিটি প্রতিষ্ঠানের বার্ষিক লেনদেনের পরিমাণ (টার্নওভার), ব্যাংক ঋণসীমা, কাজের অভিজ্ঞতার সনদ, সরবরাহ ও সম্পাদিত কাজের নথি, গুণগত মান নিয়ন্ত্রণ সনদ, প্রস্তুতকারকের অনুমতিপত্র ইত্যাদি খতিয়ে দেখে।

দুদক কর্মকর্তারা জানান, অভিযোগের ভিত্তিতে আরো কিছু নথিপত্র চাওয়া হয়েছে। সংগৃহীত কাগজপত্র যাচাই-বাছাই করে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

দুদকের কর্মকর্তারা বলেন, সরকারি ক্রয় ও কার্যাদেশ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত এবং অনিয়ম-দুর্নীতি প্রতিরোধের অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত