কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর মার্চ ফর দাঁড়িপাল্লা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পাকুন্দিয়া উপজেলা জামায়াতে ইসলামী পৌরসদরে এ কর্মসূচীর আয়োজন করে।
এতে নেতৃত্ব দেন, কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মো. শফিকুল ইসলাম মোড়ল।
বিকেল সাড়ে ৪টার দিকে পাকুন্দিয়া উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাটমহাল মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. আবদুল জব্বারের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, মাওলানা মো. শফিকুল ইসলাম মোড়ল, উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও জেলা জামায়াতের রাজনীতি বিষয়ক সম্পাদক অধ্যাপক আজিজুল হক কাজল, উপজেলা জামায়াতের সেক্রেটারি আনম আবদুল্লাহ মোমতাজ, পৌর জামায়াতের আমীর মো. নাজমুল ইসলাম ও সেক্রেটারি মো. মুজাহিদুল ইসলাম প্রমুখ।
কর্মসূচীতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক কর্মী-সমর্থক অংশ নেয়।

