আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কুড়িগ্রাম সীমান্তে আবারো নারীসহ তিন মুসলিম নাগরিককে পুশইন

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

কুড়িগ্রাম সীমান্তে আবারো নারীসহ তিন মুসলিম নাগরিককে পুশইন

কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে ভারতীয় তিন নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার ভোর রাতে এ ঘটনা ঘটে।

পুশইনের শিকার তিন নাগরিক হলেন, আসাম রাজ্যের নোয়াগাঁও জেলার সামগুরা থানার সালথা এলাকার বাসিন্দা আয়েশা বেগম(৫০), কলিয়াবর থানার রুস্তম আলী (৬৫) এবং রোহা থানার ইদ্রিস আলী (৪৬)।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, বিএসএফ ভারতের একজন নারী ও দুইজন পুরুষকে ভোর রাতে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। সকালে তাদেরকে দাঁতভাঙ্গা ইউনিয়নের বাঘেরহাট বাজারে ঘোরাঘুরি করতে দেখা যায়। পরিচয় জিজ্ঞেস করলে তারা ভারতের আসাম রাজ্যের বাসিন্দা বলে জানায়। এরপর কোথায় গেছে তা জানা যায়নি।

স্থানীয় সাংবাদিক সাখোয়াত হোসেন সাকা জানান, ‘রৌমারীতে রোববার ভোররাতে উপজেলার শৌলমারী ইউনিয়নের চরবোয়ালমারী সীমান্তের আন্তর্জাতিক ১০৫৯ নম্বর পিলার এলাকা দিয়ে ভারতের কুকুরমারা বিএসএফ ক্যাম্পের সদস্যরা ৩ ভারতীয় নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে পুশইন করে। তবে পুশইন করা নাহরিকরা কোথায় আছে তা এখনো জানা যায়নি।’

এ ব্যাপারে জান‌তে জামালপুর বি‌জি‌বি ৩৫ ব্যাটালিয়ন অ‌ধিনায়‌ক লেফ‌টে‌নেন্ট ক‌র্ণেল হাসানুর রহমা‌নের সা‌থে যোগা‌যো‌গের চেষ্টা করা হ‌লেও তা‌কে পাওয়া যায়‌নি।

এর আগেও রৌমারীসহ কয়েকটি সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিক বাংলাদেশে পুশইন করার ঘটনা ঘটেছে। সবশেষ গত ২৪ ডি‌সেম্বর নারীসহ আসা‌মের ৯ মুস‌লিম নাগ‌রিক‌কে কু‌ড়িগ্রা‌মের না‌গেশ্বরী সীমান্ত দিয়ে বাংলা‌দেশে পাঠিয়ে দেয় বিএসএফ। প‌রে তা‌দের ফেরত পাঠায় বি‌জি‌বি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...