বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের শাহদাৎ বার্ষিকী পালিত

উপজেলা প্রতিনিধি, কালীগঞ্জ (ঝিনাইদহ)
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ১৩: ১৫
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সরকারি বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান ডিগ্রি কলেজে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। ছবি : আমার দেশ

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৪তম শাহদাৎ বার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার মহেশপুর উপজেলার খালিশপুর বাজারে অবস্থিত সরকারি বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান ডিগ্রি কলেজে শোক র‍্যালি, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফি উদ্দীন। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বীর মুক্তিযোদ্ধারা অংশ নেন।

বিজ্ঞাপন

আলোচনা সভায় বক্তারা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের বীরত্বগাথা তুলে ধরে বলেন, স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করে তিনি ইতিহাসে অমর হয়ে আছেন। তার জীবন থেকে তরুণ প্রজন্মের দেশপ্রেম ও ত্যাগের শিক্ষা নেয়া উচিত।

পরে শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

ঝিনাইদহ
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত