আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাউফলে ইয়াবাসহ ‘চায়না হাসান’ আটক

উপজেলা প্রতিনিধি, বাউফল (পটুয়াখালী)

বাউফলে ইয়াবাসহ ‘চায়না হাসান’ আটক

পটুয়াখালীর বাউফলে ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় কেশবপুর ইউনিয়নের ফাজিলপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটক যুবকের নাম হাসান গাজী (২৫)। তিনি ওই গ্রামের হালিম গাজীর ছেলে। স্থানীয়ভাবে "চায়না হাসান" নামে তিনি পরিচিত।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মো. মশিউর রহমানের নেতৃত্বে গাজী বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় হাসানের প্যান্টের পকেট থেকে ১০৬ পিস গোলাপি রঙের ইয়াবা উদ্ধার করা হয়।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, আটক হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাকে আদালতে পাঠানো হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন